চরের মাষ্টার নাটক

চরের মাষ্টার নাটক

চরের মাষ্টার এটা একটি বাংলা নাটক এই নাটক টার গল্প কাহীনি একি বারে ভিন্ন। এই নাটকের অভিনয় টা একি বারে ভিন্ন ছিলো। চরের মাষ্টার নাটক

চরের মাষ্টার নাটকের গল্প,

চোরের মাষ্টার না মটক এর মুল গল্প হলো শিক্ষা প্রধান করা, এক সহরের ছেলে যেই ভাবে চোরে গিয়ে পাঠদান করা সেটাই মুল কাহিনী। চরের মাষ্টার নাটক

 

আমরা নাটকের প্রথম দিকে দেখবো নাটকের মেইন চরিত্র যে আছে সে সহরে বাস করে এবং তাদের পুরো পরিবার সহরে থাকে সেই ছেলেটির একটি মেয়ের সাথে সম্পর্ক থাকে।  সেই মেয়ের বাবাও মেয়ে কে বিয়ের জন্য চাপ দেয় আর ছেলের চাকরি নাই তাই বিয়ে করতে পাড়েনা। চরের মাষ্টার নাটক





ছেলেটির শিক্ষকের চাকরী পায় আর সেই পোষ্ট পরে চোরে আর সেখানেই তার বউ কি নিয়ে থাকতে হবে যেখানে কোন কারেন নাই গাড়ি নাই মানে একদম ভিন্ন সব কিছু।  আর সেখানে মেয়ের বাবা কখনোই মেয়ে কে দিবেনা।  চরের মাষ্টার নাটক




তাই মেয়ে বলে এই চাকরি করতে হবেনা তুমি আমার বাবার অফিসে কাজ করো কিন্তু ছেলেটা সেই অসহায় শীক্ষা বঞ্চিত মানুষ গুলোর মুখের দিকে তাকি সব ছেড়ে চোলে যায় সেই চোরে গিয়ে দেখে সেখানে অনেক নাজেহাল অবস্থা। চরের মাষ্টার নাটক

 

আর সেখানে একটা সমস্যা রয়েছে সেটা হলো চেয়ারমেন চেয়ার মেন গ্রামের সব মানুষের সুজগ সুবিদা একাই ভোগ করে আর গ্রামের কোন উন্নত হতে দেয় না চেয়ার ম্যন গ্রামের মানুষ গুলো শীক্ষীত হক সেটা চায়না।  তাই কোন শিক্ষক সেই চোরে থাকতে পারেনা। 




তো খাইরুল শীক্ষকের দ্বায়ীত্ব নেয় এবং ধিরে ধিরে গ্রামের মানুষের সাহায্য নিয়ে গ্রাম টা পরিবর্ত করতে চায় আর।  তার এই সব কাজে চ্যায়ার মেন বাধা দেয় আর চ্যয়ারমেন এর কথা না শুনে সে তার মত কাজ করতে থাকে।

চ্যয়ার ম্যন খায়রুল কে মারার প্লান করে আর সে তাকে মারার জন্য ধোরে নিয়ে যায় আর যখনি তাকে মারবে তখনি পুলিশ এসে চ্যয়ার ম্যন কে ধোরে নিয়ে যায় আর গ্রামের মানুষ গুলো শীক্ষায় শীক্ষিত হয়। পুরো নাটক টি সত্যী অসাধারণ আপনেরা নাটক টি দেখুন আমাদের সাইট এ আর ডাউনলোড করুন।  

ধন্যবাদ ভিজিট করার জন্য। 
Post a Comment (0)
Previous Post Next Post